• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৬:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৬:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ধামরাইয়ে অর্ধ শতাধিক দোকানপাট উচ্ছেদ, কোটি টাকার জমি দখলমুক্ত

২১ নভেম্বর ২০২৩ রাত ০৯:৩২:০৯

ধামরাইয়ে অর্ধ শতাধিক দোকানপাট উচ্ছেদ, কোটি টাকার জমি দখলমুক্ত

সাভার প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে সরকারি খাস জমিতে নির্মিত প্রায় অর্ধ শতাধিক দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। এ অভিযানে কয়েক কোটি টাকার অবৈধ জমি উদ্ধার করা হয়।

২১ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের কালামপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী।

ধামরাই উপজেলা প্রশাসন জানায়, ভালুম আতাউর রহমান খাস স্কুল অ্যান্ড কলেজের আওতাভুক্ত জমি দখল করে স্থানীয় প্রভাবশালীরা দোকানপাট নির্মান করে ভোগ দখল করে আসছিলো। ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ঐ সম্পত্তি নিজেদের বলে দাবি করছিলো। কলেজ থেকে পূর্বে প্রতিটি দোকান মালিককে কলেজ কর্তৃপক্ষ নোটিশ প্রদান করলেও দোকান মালিকগন তাতে কর্ণপাত করেন নি। ফলে ২১ নভেম্বর সরকারি খাস জমি উদ্ধারে এ অভিযান পরিচালনা করা হয়।

দোকান মালিক গিয়াস উদ্দিন ও আতিকুর রহমান বলেন,  আমাদের আগে কোনও নোটিশ দেয়া হয়নি। কিছু বুঝে ওঠার আগেই অভিযান চালিয়ে আমাদের দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছে।

ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, কিছু লোক প্রতিষ্ঠানের জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করে ভোগ দখল করছিলো। একাধিক বার প্রতিষ্ঠান থেকে দখলদারদেরকে নোটিশ করা হয়েছে। কিন্তু তারা সেসব নোটিশে কর্ণপাত করে নি। আজকে প্রশাসন অভিযান চালিয়ে দোকান উচ্ছেদ করে প্রতিষ্ঠানের জায়গা দখল মুক্ত করেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, যেখানে সরকারি সম্পত্তি বেদখল আছে সেখানেই অভিযান পরিচালোনা করা হবে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় পুলিশ মোতায়েন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫