• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৩:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৩:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পুলিশের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রেল

২২ নভেম্বর ২০২৩ দুপুর ১২:১৮:১৮

পুলিশের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রেল

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। দুর্ঘটনা ঘটানোর জন্য রেললাইনের ওপর লোহার মোটা ভারী পাত রেখে দেয়া হয়েছিল। খবর পেয়ে পুলিশ এসে মধ্যরাতে তা রেললাইন থেকে সরিয়ে ফেলে। ২১ নভেম্বর মঙ্গলবার রাত দেড়টার দিকে ফতুল্লার কোতালেরবাগ হক বাজার সংলগ্ন রেললাইনে ওই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা অনুযায়ী, রেললাইনের ওপর মোটা লোহা রাখা হয়েছিল, যাতে ট্রেন লাইনচ্যুত হয়ে বড় ধরনের দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং লোহাটি উদ্ধার করে নিয়ে যায়। এর আগে বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে খবর দেন।

নারায়ণগঞ্জ জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, অনেক ওজনের একটি মোটা লোহা লাইনের ওপর নাট দিয়ে লাগিয়ে রাখা হয়েছিল। এটি লাইনের ওপর থাকলে ট্রেন উল্টে পড়ে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, খবর পেয়েছি, দুর্বৃত্তরা রেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। আমাদের পুলিশ সতর্ক অবস্থায় আছে। নাশকতাকারীদের বিরুদ্ধে খোঁজ নেয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫