বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুলঘরের গুড়গুড়িয়া গ্রাম থেকে ২৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। এসময় পুলিশ ৩ জন মাদক করাবারিকে আটক করা হয়েছে।
২২ নভেম্বর বুধবার বেলা ১১টার সময় ফকিরহাট মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে বাগেরহাট পুলিশ সুপারের বরাদ দিয়ে ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম শামীম গণমাধ্যমকে এ তথ্য জানান।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে ফকিরহাট মডেল থানার একটি দল মঙ্গলবার বেলা ১টায় উপজেলার মূলঘরের গুগগুড়িয়া গ্রামের ঢোঙ্গর গেট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি প্রাইভেট কারে তল্লাসী চালিয়ে গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করে পুলিশ। আটকরা হলো, ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার বারিখলা গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (২৮), একই উপজেলার বায়েক গ্রামের চারু মিয়ার ছেলে মো. আবুল বসার (৩৭) ও মৃত শাহাজান মোল্লার ছেলে রহিম মোল্লা (২০)। এসময় তাদের কাছ থেকে ২৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
ফকিরহাট মডেল থানার এসআই অনুপ রায়ের নেতৃত্বে এএসআই মো, বাদশা বুলবুল, আব্দুল্লা আল মামুন, মো. আশরাফ আলী, মো, শামীম হোসেনসহ একটি দল অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নং-১৫।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান, মাদক কারবারিদের আজই আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available