বরিশাল (উত্তর) প্রতিনিধি: বরিশালে ৩ দিনব্যাপী চরমোনাইয়ের বার্ষিক মাহফিল শুরু হয়েছে। ২২ নভেম্বর বুধবার বাদ জোহর চরমোনাই পির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে মাহফিল শুরু হয়।
মাহফিল আয়োজক কমিটি সূত্র জানায়, মাহফিলের শৃঙ্খলা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মুজাহিদ কমিটির তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত টিম চলতি মাসের মাঝামাঝি সময়ে চরমোনাইয়ে পৌঁছেছে। তাদের নিরাপত্তা, শৃঙ্খলা ও খিদমতের দায়িত্ব বন্টন করে দেয়া হয়েছে।
মাহফিলে আগত মুসল্লিদের চিকিৎসার জন্য ৪০ জন অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে স্থাপন করা হয়েছে ১০০ শয্যাবিশিষ্ট মাহফিল হাসপাতাল। সার্বক্ষণিক ৫টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।
মাহফিলের দ্বিতীয় দিন সকাল ১০টায় স্টেজে জাতীয় ওলামা সম্মেলন এবং তৃতীয় দিন সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলনের গণজমায়েত অনুষ্ঠিত হবে। ২৫ নভেম্বর শনিবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে শততম বার্ষিক মাহফিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available