নওগাঁ প্রতিনিধি: গত ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশ ও সংঘাতের পর থেকে ব্যাপক গ্রেফতার ও মামলায় জর্জরিত বিএনপি। প্রতিদিনই নওগাঁসহ দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি নেতাকর্মীদের আটক করছে পুলিশ।
এমন প্রেক্ষাপটে নওগাঁ জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক কাজ করছে। ঢাকায় পুলিশ হত্যা ও নাশকতা মামলা এবং পরবর্তীকালে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে মামলা হওয়ায় বিএনপির নেতাকর্মীরা বাড়িঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলেও জানা যাচ্ছে।
পুলিশের এই অভিযানকে বিএনপির নেতাকর্মীরা বলছেন তাদের বিরুদ্ধে সরকারের ‘পরিকল্পিত একটি ক্র্যাকডাউন’ চলছে।
২৮ অক্টোবর ঢাকার সমাবেশে সহিংসতার পর থেকে নওগাঁ জেলার বিএনপির নেতাকর্মীরা বাড়িতে থাকছেন না।
গ্রেফতার এড়াতে রাতে সপরিবারে নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করছেন নেতাকর্মীরা। অনেকের বিরুদ্ধে কোনো মামলা হয়নি, কিন্তু তার পরেও দলীয় পদে থাকা এবং পুলিশে তৎপরতা দেখে গ্রেফতার আতঙ্কে আছেন নেতারা।
জেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হক সনি বলেন, নওগাঁ জেলা বিএনপির বিভিন্ন স্তরের চার শতাধিক নেতাকর্মী জেলে আছেন। যারা বাইরে আছেন তারাও গ্রেফতার আতঙ্কে কেউ বাড়িঘরে থাকছেন না।
তিনি আরও বলেন, আমাদের তো প্রতিনিয়ত বাড়ির বাইরে থাকতে হচ্ছে। অনেকেই মহিলা হওয়ার পরেও এ অবস্থায় কষ্ট করে পালিয়ে থাকছেন ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available