চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার নিজের মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
২২ নভেম্বর বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার এই রায় ঘোষণা করেন। মামলার ২১ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়।
সাজাপ্রাপ্ত আসামি হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পিরোজখালি গ্রামের আহসান হাবিব ওরফে আসান আলির ছেলে মুকুল হোসেন (২৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পিরোজখালি গ্রামের আহসান হাবিবের স্ত্রী জবেদা খাতুনের সঙ্গে ছেলে মুকুল হোসেনের জমিজমা নিয়ে র্দীঘদিন ধরে কলহ চলছিল।
এর জের ধরে ২০২১ সালের ১৩ নভেম্বর বিকেলে আনুমানকি ৫টার দিকে ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই আলাউদ্দীন বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার সাব-ইন্সপেক্টর মো. হাসানুজ্জামান অভিযুক্তকে গ্রেফতার করেন । ছেলে মুকুল হোসেনকে অভিযুক্ত করে ২০২১ সালের ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। ২১ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ২২ নভেম্বর বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার এই কারাদণ্ড প্রদান করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available