হবিগঞ্জ প্রতিনিধি: সংস্কারের অভাবে হবিগঞ্জ শহরের খোয়াই নদীর ওপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা ডা. শামছুল হোসেন উমদা মিয়া বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা। যেকোনো সময় ব্রিজটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা করছেন এলাকাবাসী।
এরশাদ সরকার ক্ষমতায় আসার পর হবিগঞ্জ শহরের প্রধান সড়ক চৌধুরী বাজারস্থ খোয়াই নদীর ওপর নির্মিত হয় ব্রিজটি। ২০০৮ সালের নির্বাচনে জিতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ব্রিজটি সংস্কার করে বীর মুক্তিযোদ্ধা ডা. শামছুল হোসেন উমদা মিয়ার নামে নামকরণ করা হয়। এ ব্রিজটি দিয়ে প্রতিদিন হবিগঞ্জ সদর, বানিয়াচং, আজমিরীগঞ্জ ও নবীগঞ্জ উপজেলার প্রায় ২ লক্ষাধিক লোকজনসহ যানবাহনগুলো শহরে আসা-যাওয়া করে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ব্রিজটিতে লাগানো স্লাব, পাটাতন উঠে গেছে। পিলার ভেঙে গেছে। ব্রিজটি জোরাতালি দিয়ে আটকে রাখা হয়েছে।
এই ব্রিজে পাশে নির্মিত কিবরিয়া ব্রিজ ভেঙ্গে সংস্কার শুরু হলেও কাজ ধীরগতিতে করার অভিযোগ উঠেছে। এ অবস্থায় যেকোনো সময় ব্রিজটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারীরা। উমদা মিয়া ব্রিজটি সংস্কারের করার পাশাপাশি কিবরিয়া ব্রিজের চলমান কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় অটোরিকশা চালক রমজান মিয়া জানান, প্রতিদিন ব্রিজের ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। যেকোনো সময় ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় ব্যবসায়ী শামছুল হক জানান, ব্রিজের ওপর দিয়ে বিভিন্ন পরিবহন এবং পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। তাই শিগগির ব্রিজটি সংস্কার অথবা নতুন ব্রিজ নির্মাণ করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।
হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, উমদা মিয়া, সুটকি, বালিখাল ব্রিজসহ ৫টি বেলি সেতু নির্মাণ প্রকল্প একনেকে পাঠানো হয়েছে। একনেক এ প্রকল্প অনুমোদন দিলে আমরা দ্রুত সংস্কার ও নির্মাণ কাজ শুরু করতে পারবো। এছাড়াও কিবরিয়া ব্রিজটির চলমান কাজ খুব দ্রুত বাস্তবায়ন করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available