বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদের বাবা সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট হারিজ উদ্দিন আহমেদের মাগফিরাত কামনায় উপজেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। তিনি তার বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসারের বাবার স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় আরও স্মৃতিচারণ করেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন, ভাইস চেয়ারম্যন সাবিত্রি রানী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মাছুম, কৃষি অফিসার শিব্বির আহমেদ, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান, উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মানিক ভূইয়া, উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধুরী লিটন, চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম শামিউল হক চৌধুরী, বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. জামাল উদ্দিন ভূইয়া, পাহাড়পুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সিঙ্গারবিল ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া, পত্তন ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম, চম্পকনগর ইউনিয়নের চেয়াম্যান মো. আনোয়ার হোসেন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক ফকির, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হৃদয় আহমেদ, অভিযান প্রতিনিধি মুজিবুর রহমান সুজন প্রমূখ।
শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম হযরত মাওলানা মেজবাহ উদ্দিন আহমেদ।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসারের বাবা গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদ ৭৩ বছর বয়সে ইন্তেকাল করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available