চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিনসহ রাব্বি বিশ্বাস ওরফে সোহাগ (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫। ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এর আগে ২২ নভেম্বর বুধবার রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার আতাহার বুলনপুর মালপুকুর নামক স্থানে সড়কে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোহাগ পাবনার ঈশ্বরদী উপজেলার দরিনারিচা এলাকার বাসিন্দা।
সোহাগের নামে এ পর্যন্ত পূর্বের একটি মামলার তথ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে বলেও জানায় র্যাব।
র্যাব জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আতাহার বুলনপুর মালপুকুর নামক স্থানে সড়কে চেকপোস্ট বসানো হয়। এসময় একটি সন্দেহজনক অটোরিকশা থামিয়ে একজন যাত্রীর দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিনসহ সোহাগকে গ্রেফতার করা হয়। তার নামে পূর্বের একটি মামলার তথ্য পাওয়া গেছে।
আসামিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব আরও জানায়, সোহাগ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে পাবনায় নিয়ে যাওয়ার জন্য গত কয়েক দিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছিল।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available