নওগাঁ (পশ্চিম) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পৃথক স্থানে অভিযান চালিয়ে চোলাই মদ, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
২২ নভেম্বর বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলো, উপজেলার চন্দননগর ইউনিয়নের উজিরপুর গ্রামের আজিজার রহমানের ছেলে হাসিবুল ইসলাম (২৪), বাহাদুরপুর ইউনিয়নের চকসদাশিব এলাকার মৃত গণেশ কর্মকারের মেয়ে ভাদরী রানী (৩৬) ও ভাবিচা ইউনিয়নের আসনদী গ্রামের আইনুদ্দিনের ছেলে তারেকুর রহমান (২৬)।
পুলিশ জানায়, বুধবার উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ ভাদরী রানীকে আটক করা হয়।
অপর এক অভিযানে উপজেলার হাজিনগর ইউনিয়নে অভিযান চালিয়ে ভাবিচা ইউনিয়নের তারেকুর রহমানকে ৯ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়।
এদিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের ধর্মপুর মোড়ে অভিযান চালিয়ে হাসিবুলকে আটক করা হয়।
এ ব্যাপারে নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available