• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১২:০৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১২:০৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফুলবাড়ীতে গৃহবধূর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা

২৪ নভেম্বর ২০২৩ সকাল ১১:৪৪:১২

ফুলবাড়ীতে গৃহবধূর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মারপিট করে মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ২২ নভেম্বর বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পশ্চিম বালাতারি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গৃহবধূর মা বাদী হয়ে ২৩ নভেম্বর বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণানন্দ বকশী বালাতারি গ্রামের নুরনবীর ছেলে রবিউল ইসলাম রবি (৩০) পার্শ্ববর্তী পূর্ব ফুলমতি গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী সাজিনা বেগমকে (৩৫) বিয়েসহ বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে পরকিয়ায় জড়ায়। বিষয়টি পরিবারসহ এলাকায় জানাজানি হলে এক বছর পূর্বে কুড়িগ্রাম নোটারি পাবলিকে এফিডেভিট মূলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বুধবার রাত সাড়ে দশটায় সাজিনাকে রবিউল ইসলাম তার বাড়িতে নিয়ে যান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মধ্যরাতে সাজিনাকে হত্যার উদ্দেশ্যে মারপিট ও বিষ খাওয়ানোর চেষ্টা করেন। মারপিটের এক পর্যায়ে সাজিনা জ্ঞান হারালে রবিউল ও তার পরিবারের লোকজন মুখে বিষ ঢেলে দেয়। বিষয়টি তার পরিবারের লোকজন জানাতে পারে। পরে তারা ঘটনাস্থলে আসার আগেই রবিউলের লোকজন গুরুতর অসুস্থ সাজিনাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সাজিনার শাশুড়ি মজিয়া বলেন, আমার ছেলে মিজানুর ছয় বছর আগে মারা গেছেন। দুই ছেলে সন্তানসহ সাজিনা থাকেন। সাজিনার ভাই আশিকের বন্ধুত্বের খাতিরে প্রায় পাঁচ বছর আগে থেকেই আমাদের বাড়িতে রবিউল যাতায়াত করে। পাঁচ বছর আগেই সাজিনার সাথে রবিউলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে তারা দু’জনেই এফিডেভিট করে বিয়ে করেছে শুনেছি।

এ ব্যাপারে অভিযুক্ত রবিউল ইসলামের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. হুমায়রা আক্তার জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক। রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। আমরা সবসময় খোঁজ খবর নিচ্ছি।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ফোন পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫