• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৭:৫৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৭:৫৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

উৎপাদন খরচ বাড়লেও কৃষকরা আলু চাষে ঝুঁকছেন

২৪ নভেম্বর ২০২৩ বিকাল ০৫:০৫:৪২

উৎপাদন খরচ বাড়লেও কৃষকরা আলু চাষে ঝুঁকছেন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: বাজারে আলুর দাম কমছে না, বরং বাড়ছে। আর এরই মধ্যে অধিক লাভের আশায় জয়পুরহাটের কালাই উপজেলায় কমবেশি আগাম আলু চাষে মাঠে নেমেছেন চাষিরা। উপজেলায় আমন ধান কাটা-মাড়াই শেষ না হলেও অধিক লাভের আশায় চাষিরা তাদের সবজি আবাদি জমিগুলো ফেলে না রেখে মনের আলু চাষ শুরু করেছেন। তবে দাম ও ফলন নিয়ে শঙ্কায়ও রয়েছেন প্রান্তিক কৃষকসহ আলু চাষিরা।

কৃষকরা বলছেন, অন্য বছরের চেয়ে এবছর আলু চাষে বিঘাপ্রতি উৎপাদন খরচ বেড়েছে ১০ থেকে ১৫ হাজার টাকা। কারণ হিসেবে কৃষি উপকরণসহ শ্রমিক, জমি লিজ ও সেচ খরচ বৃদ্ধি পাওয়াকে দায়ি করা হচ্ছে। এবছর আলু চাষে বিঘাপ্রতি কৃষকের খরচ গুনতে হচ্ছে ৪৫ থেকে ৫০ হাজার টাকা। গতবছর যা ছিলো ৩৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর কালাই উপজেলার একটি পৌরসভাসহ ৫টি ইউনিয়নে ১০ হাজার ৭০০ হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে। তবে গতবছর ৯ হাজার ৭০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিলো।

কৃষি অফিস বলছে, অন্য বছরের চেয়ে এ বছর আলু চাষের খরচ কিছুটা বাড়লেও প্রতি বিঘায় এ বছর আলু চাষে সর্বোচ্চ খরচ পড়বে ৪৮ থেকে ৫০ হাজার টাকা।

উপজেলার তেলিহার গ্রামের জাহাঙ্গীর হোসেন জানান, এবছর ১২ বিঘা জমি লিজ নিয়ে তিনি আলু চাষ করছেন। সার কিনতে গিয়ে ডিলারদের দোকানে অনেক ঘুরেও সরকারি মূল্যে সার না পেয়ে বাধ্য হয়ে বেশি দামে সার কিনে আলু চাষ করছেন। ফলে প্রতি বিঘায় খরচ পড়বে ৪৫ থেকে ৫০ হাজার টাকা। তবুও তিনি অধিক লাভের আশায় আলু রোপণে ব্যস্ত তিনি।

উপজেলার মোসলেমগঞ্জ গ্রামের আলু চাষি খায়রুল ইসলাম বলেন, এবছর ১০ বিঘা জমি লিজ নিয়ে আলু চাষ করেছি। প্রতি বিঘায় তার খরচ পড়বে ৪৮ থেকে ৫০ হাজার টাকা। সার, কিটনাশক, বীজের দাম, জমি চাষের খরচ, শ্রমিকের মূল্য এবং সেচ খরচ বৃদ্ধি পাওয়ায় এবছর আলু চাষের খরচ অন্য বছরের চেয়ে বেশি। ফলন ও দাম বেশি পাওয়ার আশায় বুক বেঁধেছেন তিনি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় বলেন, জমি লিজের খরচসহ এবছর প্রতি বিঘায় আলু চাষে কৃষকের সর্বোচ্চ খরচ পড়বে ৪৮ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। অন্য বছরের চেয়ে এবছর খরচ একটু বেশি হলেও আশা করা হচ্ছে, ফলন ও দামে কৃষকের পুষিয়ে যাবে। কৃষকরা যাতে আলুর ভালো ফলন পান, সেজন্য কৃষি সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫