সিলেট প্রতিনিধি: সিলেট রেলস্টেশনে দাঁড়ানো অবস্থায় একটি বগিতে আগুন লাগার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ২৪ নভেম্বর বৃহস্পতিবার বিকালে সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এজাহারে আসামিদের নাম উল্লেখ করা হয়েছে জানালেও তিনি নামগুলো বলেননি।
এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগে। রাত পৌনে ১০টার দিকে ওই আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার রাতেই এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম। তবে তদন্ত কমিটির ব্যাপারে তিনি বিস্তারিত জানাতে পারেননি।
এ ব্যাপারে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মোহাম্মদ মফিজুর রহমানসহ একাধিক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ সাড়া দেননি।
সিলেট রেলওয়ে পুলিশের সুপার শেখ শরিফুল ইসলাম বলেন, দেশব্যাপী বিরোধী দল বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড চালাচ্ছে। এরই অংশ হিসেবে জামালপুর ও টাঙ্গাইলে কয়েকটি ট্রেনে আগুন দিয়েছে। এই বগিতে আগুন লাগার বিষয়টি নাশকতারই অংশ হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দেখে মনে হচ্ছে, পেট্রল বা কোনো কিছু ছিটিয়ে আগুন লাগানো হয়েছে। ফায়ার সার্ভিসের দলেরও একই ধারণা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available