• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫১:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫১:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

‘আমার বুকের মানিককে যারা মেরে ফেলছে, আমি তাগো ফাঁসি চাই’

২৫ নভেম্বর ২০২৩ রাত ০৯:২৩:২৪

‘আমার বুকের মানিককে যারা মেরে ফেলছে, আমি তাগো ফাঁসি চাই’

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে এক নারী ইউপি সদস্যের লোকজনের মারধরে গুরুতর আহত হয়ে হাসপাতালে থাকা রাজিব মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়েরের পর দুইজনকে আটক করেছে পুলিশ।

২৩ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে মারধরের স্বীকার ওই যুবকের মৃত্যু হয়। এর আগে এলপি গ্যাস সিলেন্ডার চুরির অভিযোগে গত ৮ নভেম্বর রাজিবকে তার বাড়িতে গিয়ে মারধর করা হয়।

এ ঘটনায় মামলা করেছেন রাজিবের মা নাজমা বেগম। মামলায় প্রধান অভিযুক্ত নারী রেনু আক্তার আটিগ্রাম ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য।

রাজিবের মামা নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমরা ইউনিয়ন পরিষদের কর্মসূচির রাস্তার কাজ করি। কাজ শেষ হলে মোবাইল ফোনে টাকা আসে। সেই টাকা থেকে মেম্বারকে ভাগ দিতে হয়। আমি আমারটা দিলেও আমার ভাগিনা দেয় নাই। তার কাছে টাকা চাইলেও সে দিতে রাজি হয়নি। কারণ, সে বলে আমার কাজের টাকা তাগো দিমু ক্যাঁ।  টাকার ভাগ না দেওয়াতেই রেনু মেম্বারের সঙ্গে রাজিবের সম্পর্ক নষ্ট হয়। সেই সূত্র ধরেই গ্যাস সিলিন্ডারের নাটক সাজিয়ে আমার ভাগিনাকে মেরে ফেলেছে রেনুর লোকজন।

এ বিষয়ে অভিযুক্ত নারী ইউপি সদস্য রেনু আক্তারের বক্তব্য জানতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। 

এদিকে মারধরে মৃত্যুর বিষয়ে আটিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. নূর-এ আলম সরকার বলেন, গত ৮ নভেম্বর গ্যাস সিলিন্ডার চুরির একটি ঘটনা নিয়ে মারামারি হয়েছে। খবর শুনে আমি দ্রুত সেখানে যাই। যাওয়ার পর দেখি দুই পক্ষই হাসপাতালে চিকিৎসা নিতে গেছে। এরপর শুনলাম রাজিব চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নাকি মামলাও হয়েছে।

নিহতের মা নাজমা বেগম বলেন, আজ আমরা গরিব বলে ওরা বাড়িতে ঢুকে আমার ছেলেরে মারল। তাও কেউ কোনো বিচার করল না। আমার বুকের মানিককে যারা মেরে ফেলছে আমি তাগো ফাঁসি চাই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আব্দুর রউফ সরকার বলেন, আটিগ্রাম ইউনিয়নে একটি মারামারির ঘটনায় আহত যুবক রাজিব চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আটিগ্রাম ইউনিয়নের নারী সদস্য রেনুকা বেগমসহ আরও বেশ কয়েক জনকে আসামি করে মামলা করেছেন রাজিবের মা নাজমা বেগম। এই ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।  

এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।   

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০