ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ১৬টি পরিবারের ২৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।
২৫ নভেম্বর শনিবার বিকেলে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাম্মদপুর বালিয়াহাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান এসএম মোস্তাক।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, বিকেলের দিকে স্থানীয় এক মহিলা ধান সেদ্ধ করার জন্য চুলায় আগুন জ্বালে। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আশপাশের ঘরে আগুন ছড়িয়ে যায়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় ১৬ পরিবারের কমপক্ষে ২৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।
এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেই সাথে প্লাস্টিক তাবু দিয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available