সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ‘মাদক নয়, সুশীল সমাজ গড়তে খেলাধূলার ভূমিকা অপরিসীম’ শ্লোগানকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়ায় বিজয় দিবস শটপিছ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর শনিবার রাতে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় ৩২টি দল অংশগ্রহণ করেছে। বিজয়ী হয়েছে শনির আখড়ার কলেজ আওয়ারস। রানার আপ হয় সাহেবপাড়া তরুণসংঘ।
স্থানীয় সুফিয়া শপিং কমপ্লেক্সের স্বত্তাধিকারী হাজী মো. নাজিম উদ্দিন নাজুর সভাপতিত্বে ও আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদের উপস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনন্দলোক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবদুর রহিম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি মো. মঞ্জিল হোসেন, শিক্ষানুরাগী শাহ আলম চৌধুরী সিআইপি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রাজু ও বি. ট্রান্সপোর্টের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন প্রমুখ।
খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক জামাল ভুইয়া, শিক্ষাবিদ আনছার আলী, নেট ফরেস্টের পরিচালক মাজেদুল ইসলাম মনির, ব্যবসায়ী শিকদার মো. সাইফুল, শাহজাহান পাটোয়ারী, মোফাজ্জল হোসেন, ক্যাপ্টেন মাসুদুর রহমান, শামসুল ইসলাম রনি, মো. নুরুল হক, মো. শাহীন, কিরন খান, মো. আলা উদ্দিন, বাহার হোসেন, মজিবুর রহমান ও তৈয়ব উল্লাহ।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন কলেজ আওয়াসের অধিনায়ক শামীম। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন তরুণ সংঘের সভাপতি সাজেদুল ইসলাম পনি। সর্বোচ্চ রানের জন্য ব্যাট পান তরুণ সংঘের আরিফ।
পরে অতিথিবৃন্দ সকল খেলোয়ারকে মেডেল, ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট, সর্বোচ্চ রানের জন্য ব্যাট, বিজয়ী দলের অধিনায়ক শামীম ও রানারআপ দলের অধিনায়ক আলম মিয়ার হাতে ট্রফি তুলে দেন। সাথে বিজয়ী দলকে ১৫ হাজার টাকার চেত ও রানারআপ দলকে ৭ হাজার টাকার চেক দেয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available