পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরের পিকআপ ও ব্যাটারি চালিত চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
২৫ নভেম্বর শনিবার রাত ৮টায় পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের বার্মা ফিলিং স্টেশনের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার চন্ডিপুর ইউপির শালন্দর (মন্ডলপাড়া) গ্রামের কৃষক আ. মজিদ (৫২) ও একই উপজেলার পলাশবাড়ী ইউপির হলদিবাড়ি গ্রামের কৃষি শ্রমিক সাগির লালু (৩৮)। আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুসহ ৭ জন যাত্রী নিয়ে ভ্যানচালক একরামুল পার্বতীপুর শহর থেকে বছিরবানিয়া বাজারে যাচ্ছিল। ভ্যানটি ঘটনাস্থলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপটি (রংপুর মেট্রো-১১-০১৭৯) ব্যাটারি চালিত ওই যাত্রী বোঝাই ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী প্রাণ হারান।
এ ঘটনায় গুরুতর আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, ঘাতক পিকআপটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available