• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৯:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৯:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মতলব উত্তরে পাশের হার ৮৬.৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন

২৭ নভেম্বর ২০২৩ বিকাল ০৫:১৭:০০

মতলব উত্তরে পাশের হার ৮৬.৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন

আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: সারাদেশে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পাশের হার ৮৬.৮২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন।

জানা যায়, মতলব উত্তর উপজেলার ১২টি কলেজ থেকে ২ হাজার ৫৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২ হাজার ৮২ জন কৃতকার্য হয়েছে। অকৃতকার্য হয়েছে ৪৬৩ জন । জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন। পাশের হার ৮১.৮০ শতাংশ।

৬টি মাদরাসা থেকে ২০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮৯ জন কৃতকার্য হয়েছে। অকৃতকার্য হয়েছে ২০ জন । জিপিএ-৫ পেয়েছে ৪ জন। পাসের হার ৯০.৪৩ শতাংশ।

খোঁজ নিয়ে জানা গেছে, ছেংগারচর সরকারি কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৮৩ জন। তার মধ্যে কৃতকার্য হয়েছে ৩৭২ জন। অকৃতকার্য হয়েছে ১১ জন। জিপিএ-৫ পেয়েছে ৭ জন। পাসের হার ৯৭.১২ শতাংশ।

নিশ্চিতন্তপুর স্কুল অ্যান্ড কলেজে ৩৮৯ জনের মধ্যে পাশ করেছে ২৫৫ জন। ফেল করেছে ১২৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার ৬৭.২৮ শতাংশ।

সুজাতপুর কলেজে ১৭৬ জনের মধ্যে কৃতকার্য হয়েছে ১৫১ জন। অকৃতকার্য হয়েছে ২৫ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার ৮৬ শতাংশ।

নাউরী আদর্শ কলেজে ৪৫২ জনের মধ্যে ৪৪১ জন কৃতকার্য হয়েছে। ১১ জন অকৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। পাসের হার ৯৭.৭৭ শতাংশ।

মুন্সী আজিম উদ্দিন কলেজে ১২৪ জনের মধ্যে ১০৮ জন কৃতকার্য হয়েছে। অকৃতকার্য হয়েছে ১৬ জন। পাসের হার ৮৭.০৯ শতাংশ।

আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে ২৩২ জনের মধ্যে ১৮৩ জন কৃতকার্য হয়েছে। অকৃতকার্য হয়েছে ৪৯ জন। পাসের হার ৭৮.৮৮ শতাংশ।

লুধুয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৮০ জনের মধ্যে কৃতকার্য হয়েছে ১৫৯ জন। অকৃতকার্য হয়েছে ২১ জন। জিপিএ-৫ পেয়েছে ৭ জন। পাসের হার ৮৮.৭৩ শতাংশ।

কালীপুর স্কুল অ্যান্ড কলেজে ২১৯ জনের মধ্যে ১২৭ জন কৃতকার্য হয়েছে। অকৃতকার্য হয়েছে ৯২ জন। পাসের হার ৫৮ শতাংশ।

শরীফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজে ১৪৭ জনের মধ্যে ১১৫ জন কৃতকার্য হয়েছে। অকৃতকার্য হয়েছে ৩২ জন। পাসের হার ৭৮.২৩ শতাংশ।

জীবগাও জেনারেল হক স্কুল অ্যান্ড কলেজে ৫৯ জনের মধ্যে কৃতকার্য হয়েছে ৪৬ জন। অকৃতকার্য হয়েছে ১৩ জন। পাসের হার ৭৮ শতাংশ।

ধনাগোদা তালতলি স্কুল অ্যান্ড কলেজে ১৩৫ জনের মধ্যে কৃতকার্য হয়েছে ৬৮। অকৃতকার্য হয়েছে ৬৭ জন। পাসের হার ৫০.৩৭ শতাংশ।

দিকার্টার কলেজ থেকে ৫৯ জনের মধ্যে ৫৭ জন কৃতকার্য হয়েছে। অকৃতকার্য হয়েছে ২ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার ৯৬.৬১ শতাংশ।

ফরাজিকান্দি ওয়েসিয়া কামিল মাদরাসা থেকে ৫৩ জন থেকে কৃতকার্য হয়েছে ৪৪ জন। অকৃতকার্য হয়েছে ৯ জন। পাসের হার ৮৪ শতাংশ।

সাড়ে পাচাআনী হোসাইনিয়া ফাজিল মাদরাসায় ৩৭ জনের মধ্যে কৃতকার্য হয়েছে ৩৬ জন। অকৃতকার্য হয়েছে ১ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাসের হার ৯৭ শতাংশ।

নেদায়ে ইসলাম মহিলা ফাজিল মাদরাসায় ৪২ জনের ৩৯ কৃতকার্য হয়েছে। অকৃতকার্য হয়েছে ৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাসের হার ৯২.৮৬ শতাংশ।

বদরপুর আদমিয়া ফাজিল মাদরাসায় ৩৪ জনের মধ্যে কৃতকার্য হয়েছে ৩২ জন। অকৃতকার্য হয়েছে ২ জন। পাসের হার ৮৬.৪৮ শতাংশ।

লবাইরকান্দি আল-আমীন আলিম মাদরাসায় ১৯ জনের মধ্যে ১৭ জন কৃতকার্য হয়েছে। অকৃতকার্য হয়েছে ২ জন। পাসের হার ৮৯.৪৭ শতাংশ।

হাসিমপুর আহাম্মদিয়া ছিদ্দিকিয়া আলিম মাদরাসায় ২৪ জনের মধ্যে ২১ জন কৃতকার্য হয়েছে। অকৃতকার্য হয়েছে ৩ জন। পাসের হার ৮৭.৫০ শতাংশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫