চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা চৌদ্দগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ মো: লিটন মিয়া (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
২৭ নভেম্বর সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।
লিটন উপজেলার চিওড়া ইউনিয়নের চরপাড়া এলাকার ইদন আলীর ছেলে।
জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবদুল কুদ্দুসের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক এমরান ভূঁইয়া ও সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা তাকিয়া আমগাছ এলাকার কেন্দ্রীয় কবরস্থান গেইটের সামনে বিশেষ অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি লিটনকে আটক করা হয়।
এ সময় লিটনের অপর দুই সহযোগী দৌড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ওসি ত্রিনাথ সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে থানা পুলিশের অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি লিটনকে আটক করা হয়। এ সময় তার সহযোগী অপর ২ মাদক কারবারি পালিয়ে যায়। আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার দুপুরে লিটনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available