ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুরের জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, সিডিউল ঘোষণা হয়ে গেছে, ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সিডিউল পরিবর্তন করার ইচ্ছে আমাদের নেই। তবে যদি বিএনপি নির্বাচনে আসতে চায়, সেক্ষেত্রে আমরা বিষয়টি বিবেচনা করে দেখবো।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দেয়া হয়েছে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, রিটার্নিং কর্মকর্তা, সহকারি রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available