সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর একটি ঘনবসতিপূর্ণ শহর। মোট ৪টি রাস্তা শহরের চারপাশ ঘিরে। বর্তমানে এ শহরে যানজট প্রকট আকার ধারণ করেছে। প্রায়ই যানজটের কবলে পড়তে হয় জনসাধারণকে। অল্প কয়েকজন ট্রাফিক পুলিশের পক্ষে এটি নিয়ন্ত্রণ করা কঠিন।
শহরের এক নম্বর রেল ঘুমটি মোড়ের রাস্তাটি শহরের ব্যস্ততম রাস্তাগুলো মধ্যে একটি। এ রাস্তাটির দক্ষিনেই সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট, পথে যেতে সৈয়দপুর বিমানবন্দর, উত্তরে সৈয়দপুর থানা। এই পথে ওয়াপদা মোড় হয়ে নীলফামারী যেতে হয়। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এ রাস্তা দিয়ে। পৌর কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কার না করায় এখন বেহাল দশা। বর্তমানে রাস্তাটিতে অটোরিকশার জটলায় চলাচলই দায়, প্রথম দেখায় মনে হবে এটি কোন রাস্তা না বরং অটোরিকশা স্ট্যান্ড। ফলে নিত্যদিন এখানে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিশেষ করে মোটরসাইকেল চালকরা পড়ছে বেশি বিপদে। কোনো ক্রমেই রাস্তা থেকে স্ট্যান্ডটি সড়াতে পারছে না পৌর কর্তৃপক্ষ। ফলে দুর্ঘটনার আশংকা মাথায় নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে।
পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী জানান, ৩ হাজারের মত অটোরিকশা নবায়ন করা হয়েছে, বাকিগুলো সব অবৈধ। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা সরকার কবির উদ্দীন ইউনুস বলেন, শহরে অটোরিকশা সংগঠনের হিসেব নেই। সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের ইচ্ছেমত শহরের মোড়ে মোড়ে স্ট্যান্ড বসিয়েছেন। এতে করে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ পথচারীদের।
তিনি বলেন, অটোর নির্দিষ্ট একটি স্ট্যান্ড থাকা দরকার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সামনের রাস্তায় অটোর জটলার কারণে চিকিৎসা সেবা নিতে আসা রোগিরা পড়ছেন বিড়ম্বনায়। অনেক সময় তাদের সাথে অটোরিকশা চালকদের সাথে বাক-বিতণ্ডা করতে দেখা যায়।
সৈয়দপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রুহুল আলম মাস্টার জানান, রাস্তা থেকে অটোরিকশা সড়াতে হবে। আর এ জন্য দায়িত্বের সাথে কাজ করতে হবে পৌর মেয়রকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available