• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০০:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০০:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আড়াইহাজারে কেমিক্যাল ফ্যাক্টরির মালিককে জরিমানা, কারখানা বন্ধ

২৮ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০৮:৩২

আড়াইহাজারে কেমিক্যাল ফ্যাক্টরির মালিককে জরিমানা, কারখানা বন্ধ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিবেশ দূষণের অভিযোগে টাইলসের কেমিক্যাল ফ্যাক্টরির মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

২৮ নভেম্বর মঙ্গলবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনকের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের বড় মনোহরদী গ্রামে উকিল মিয়া ও মোক্তার হোসেনের যৌথ মালিকানাধীন টাইলসের কেমিক্যাল ফাক্টরিতে এই অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার ভূমি শামসুজ্জাহান কনক জানান, দীর্ঘ দিন ধরে বড় মনোহরদী গ্রামে অবস্থিত উকিল মিয়া ও মোক্তারের ফ্যাক্টরিতে টাইলসের কেমিক্যাল তৈরি করে বাজারজাত করে আসছিল। যার কারণে আশে-পাশের ফসলি জমি ও পরিবেশে নষ্ট হচ্ছিল। গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা ও কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

ফসলি জমি নষ্ট হওয়ায় এলাকার বহু কৃষক দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল বলে জানান তিনি।

এ সময় পরিবেশ অধিদফতরের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মোবারক হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫