• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৭:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৭:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাবনায় চালু হলো হ্যামিলটন কোর্ট মিউজিয়াম

২৮ নভেম্বর ২০২৩ রাত ০৯:৩৩:১৬

পাবনায় চালু হলো হ্যামিলটন কোর্ট মিউজিয়াম

পাবনা প্রতিনিধি: পাবনা জেলা জজ কোর্ট চত্বরে চালু হলো ‘হ্যামিলটন কোর্ট মিউজিয়াম’। ২৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে এ মিউজিয়ামের অনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ বেগম শামীম আহমেদ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএলআরডির নির্বাহী পরিচালক মো: শামসুল হুদা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পেশাল জজ আহসান তারিক ও নারী শিশু আদালতের বিচারক মিজানুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: কামাল হোসেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, মাছরাঙা টেলিভিশনের উত্তরবঙ্গ ব্যুারো চিফ উৎপল মির্জা, প্রথম আলো প্রতিনিধি সরোয়ার উল্লাস, বাংলা টিভি প্রতিনিধি এসএম আলম, জিটিভি প্রতিনিধি ইমরোজ খন্দকার বাপ্পীসহ স্থানীয় বিচারকরা।

এ মিউজিয়ামটি আগামী প্রজন্মকে অনেক হারানো ইতিহাস জানতে সাহায্য করবে বলেই মনে করেন আদালত কর্তৃপক্ষ। ১৮৭৯ সাল থেকে প্রায় দেড়শ বছরের বিভিন্ন ঐতিহাসিক মামলার আলমাত ও নিদর্শন সংরক্ষিত আছে এ মিউজিয়ামে। এ আদালতের প্রথম বিচারক ছিলেন হ্যমিলটন। তার নামানুসারেই চালু হলো মিউজিয়ামটি করা হয়।

গত ১৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই মিউজিয়ামের ভিত্তি স্থাপন করেছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫