• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫০:২২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫০:২২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নদী ভাঙ্গনে হুমকির মুখে আবাসন প্রকল্প

৩০ নভেম্বর ২০২৩ দুপুর ১২:২৫:৩০

নদী ভাঙ্গনে হুমকির মুখে আবাসন প্রকল্প

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীর অব্যাহত ভাঙ্গনে হুমকির মুখে আবাসন প্রকল্পের শতাধিক পরিবার। ইতোমধ্যে উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট দ্বীপচর আবাসন প্রকল্পের প্রায় ৭০টি ভূমিহীন পরিবার গৃহহারা হয়েছেন। নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ৪০ বিঘা আবাদি জমি। ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড।

ভূমিহীনরা জানান, ২০০০ সালে উপজেলার হিজলাবট আদর্শগ্রামে ১০০টি ঘর ও প্রতিটি পরিবারের জন্য সাড়ে বাইশ কাঠা আবাদি জমি বন্দোবস্ত দেয় সরকার। কিন্তু সেই ঘরগুলোর বেশির ভাগই নদীগর্ভে বিলীন হয়ে গেছে আগেই। নতুন করে ভাঙ্গন সৃষ্টি হওয়ার কারণে আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশংকা দেখা দিয়েছে। সেই সাথে ওসমানপুর ইউনিয়নের দ্বীপচর আবাসন প্রকল্প-১ এর ১০০টি পরিবার পড়েছে হুমকির মুখে।

চলতি শুষ্ক মৌসুম নদীর পানি কমতে শুরু হওয়ার সাথে সাথে খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দ্বীপচর আবাসন প্রকল্প এলাকায় প্রায় এক কিলোমিটার জুড়ে নদী ভাঙ্গন শুরু হয়। গত এক সপ্তাহে ভূমিহীনদের নামে বরাদ্দকৃত প্রায় ৪০ বিঘা জমির ফসলসহ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের ঝুঁকির মধ্যে পড়েছে আবাসন প্রকল্পে বসবাসকারী আরও ১০০টি পরিবার। ভূমিহীনদের নামে বরাদ্দ দেওয়া ফসলী জমিতে বিভিন্ন জাতের ফসল ভাঙ্গনের মুখে পড়েছে। দ্রুত ভাঙ্গনরোধে ব্যবস্থা নেয়ার দাবি জানান আবাসন প্রকল্পের বাসিন্দারা।

এরই মধ্যে খোকসা উপজেলা প্রসাশনের পক্ষ থেকে ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার। ভাঙ্গনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি।

ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান।

তবে নদী ভাঙ্গন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ভূমিহীনরা। শুধু আশ্বাস নয়, ভাঙ্গনরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা তাদের। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০