কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুল্লাহ হাবিব।
দণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার পিরোজপুর গ্রামের রহমান মন্ডলের ছেলে আনোয়ার হোসেন ও একই গ্রামের বেলায়েত আলীর ছেলে আয়ুব আলী।
ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারি আনোয়ার হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং আয়ুব আলীকে ২ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ হাবিব জানান, বারবাজার রেলস্টেশন এলাকায় মাদক কেনা-বেচা ও সেবন করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে।
এসময় মাদক কারবারি আনোয়ার হোসেনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available