ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন ২ সন্তানের জননী। প্রেমিক তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন তিনি।
শুক্রবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী স্বজনকান্দা গ্রামে প্রেমিক হাফিজুর মোল্যার বাড়িতে অবস্থান নেন ঐ ভুক্তভোগী নারী। রাত ৮ টায় এ রির্পোট লেখা পর্যন্ত ঐ নারী তার প্রেমিক হাফিজুল মোল্লার বাড়িতেই অবস্থান করছিলেন।
অভিযুক্ত প্রেমিক হাফিজুর কাগদী স্বজনকান্দা গ্রামের চানমিয়া মোল্যার ছেলে। আর ভুক্তভোগী ঐ নারীর বাড়ি পার্শ্ববর্তী গ্রামে।
হাফিজুরের বাড়িতে অবস্থানকালে ঐ নারী গণমাধ্যমের সাথে কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, তিন বছর ধরে ২ সন্তানের জনক হাফিজুরের সাথে আমার প্রেমের সম্পর্ক চলছে। হাফিজুর বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় একাধিকবার আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে হাফিজুর আমার সাথে দেখা করতে তাদের বাড়িতে যেতে বলে। এসময় তিনি আমাকে বিয়ে করবেন বলেও প্রতিশ্রুতি দেয়। কিন্ত শুক্রবার সকালে আমি হাফিজুরের বাড়িতে গেলে তার পরিবারের লোকজন আমার সাথে খারাপ আচরন করে, আমাকে মারধর করে।
ভুক্তভোগী নারী আরও বলেন, হাফিজুরের সাথে প্রেমের জন্য আমার ঘর-সংসার ভেঙে গেছে। এখন সে আমাকে বিয়ে না করলে আমার মৃত্যু ছাড়া কোনো গতি নেই। হাফিজুর আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো।
এ ঘটনার সত্যতা যাচাইয়ে হাফিজুরের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি। খোঁজ নিয়ে জানা যায় সে পলাতক আছে।
কথা হয় অভিযুক্ত হাফিজুরের মায়ের সাথে। তিনি বলেন, আমার ছেলের সাথে ঐ মহিলার কোন সম্পর্ক নেই। তাকে মারধরের অভিযোগও সঠিক নয়।
মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফছার উদ্দিন মাতুব্বর বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম। আমি খোঁজখবর নিয়ে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো।
সালথা থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available