রাঙামাটি প্রতিনিধি: ২ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. সাওয়াল উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন দলটির সহ-সভাপতি বৃষ কেতু চাকমা, হাবিবুর রহমান, মো. রফিকুল মাওলা, যুবলীগ সভাপতি ও পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।
সভায় দীপংকর তালুকদার এমপি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ফলে পাহাড়ে দীর্ঘ ২ দশকের রক্তক্ষয়ী সংঘাত বন্ধ হয়। পার্বত্য শান্তি চুক্তির ৭২ টি ধারার মধ্যে ৬৫টি ধারা ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে, বাকিগুলোও পর্যাযক্রমে বাস্তবায়ন করতে সরকার আন্তরিক।
তিনি আরও বলেন, শান্তিচুক্তির পর থেকে পুরো পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি সৃষ্টিসহ শান্তির সুবাতাস ফিরে আসে। পাহাড়র শান্তির এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।
এদিকে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬ বর্ষ পূর্তি উপলক্ষে জেলা পরিষদের পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটিতে সেনাবাহিনীর পক্ষ থেকে শান্তি র্যালি ও নৌকা বাইচ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া জেলার অন্যান্য উপজেলাতেও আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়।
শান্তি চুক্তির অপরপক্ষ সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস, শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভার আয়োজন করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available