নওগাঁ প্রতিনিধি: গত দেড় মাস ধরে ছেলে নিখোঁজ। বাবা-মা নিখোঁজ সন্তানের খোঁজে পাগলপ্রায়। ছেলেটির সন্ধান পেতে ছুটে চলেছেন জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
নওগাঁর মহাদেবপুর উপজেলার দাশড়া গ্রামের বাক প্রতিবন্ধী মো. শাহাদত আলীকে খুঁজে না পেয়ে পাগলপ্রায় তাঁর পরিবারের লোকজন । ছেলের সন্ধান চেয়ে শাহাদাতের বাবা মহাদেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, উপজেলার ১০নং ভীমপুর ইউনিয়নের দাশড়া গ্রামের মো. মাজেদ আলীর ছেলে বাক প্রতিবন্ধী মো. শাহাদত আলী গত ১৩ অক্টোবর হারিয়ে যায়। তার আনুমানিক বয়স ২৩ বছর, সে মানসিকভাবে অসুস্থ্য। হারিয়ে যাওয়ার সময় শাহাদাতের পরনে ছিলো নেভি ব্লু গেঙ্গি ও একই রঙের জিন্স প্যান্ট। তার চুল কালো, গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি, ওজন আনুমানিক ৫০ কেজি।
শাহাদাতের বাবা জানিয়েছে, সে কথা বলতে পারে না, এমনকি কারও কাছে নিজের খাবারটুকুও চেয়ে খেতে পারে না। ইশারা ইঙ্গিতে সামান্য যোগাযোগ করতে পারে।
ছেলেকে হারানোর শোকে বাবা মাজেদ আলী, মা ওসনারা বিবি তার দাদা মানসিকভাবে ভেঙে পড়েছেন। মাজেদ আলী অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। বর্তমানে ছেলেকে বিভিন্ন জায়গায় খুঁজতে গিয়ে তার উপর্জনের পথ বন্ধ হয়ে গেছে।
মাজেদ আলী সমাজের স্বহৃদয়বান ব্যক্তিদের কাছে তার ছেলের সন্ধান চেয়ে সহযোগিতার আবেদন করেছেন। কেউ ছেলেটির সন্ধান পেলে তার পরিবারের সাথে যোগাযোগের জন্য ০১৭৭৬-৪০৯১০০, ০১৭২৭-৯৪৩৮২২ এবং ০১৭৪৬-০৮১৭৬৩ নাম্বারে ফোন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বলেন, ছেলেটিকে এখনো খুঁজে পাওয়া যায় নি, আমরা চেষ্টা চালাচ্ছি। আশাকরি দ্রুতই তাকে খুঁজে পাওয়া যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available