• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫০:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫০:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে ইঁদুর মারার ঔষধ খেয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

২ ডিসেম্বর ২০২৩ রাত ০৮:২৪:১৭

গাজীপুরে ইঁদুর মারার ঔষধ খেয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুরে ইঁদুর মারার ঔষধ খেয়ে সুমন মিয়া (১৬) নামক এক এসএসসি পরীক্ষার্থী মৃত্যু হয়েছে। ২ ডিসেম্বর শনিবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিরুল ইসলাম বলেন, বিষক্রিয়ায় ওই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সুমন শ্রীপুরের মাওনা হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ দশম শ্রেণির শিক্ষার্থী। সে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর গ্রামের রানা মিয়ার ছেলে। রানা মিয়া মাওনা গ্রামে থেকে ব্যবসা করেন।  

হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক দিলশাদ ইসলাম গণমাধ্যমকে জানান, সুমন চলতি বছর বিদ্যালয় থেকে এসএসসির টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার চেষ্টায় আমাদের বিদ্যালয়ে প্রতিদিনই কোচিং করতে আসতো। শনিবার সকালে আমার সহকর্মী এক শিক্ষক আমাকে ফোনে জানিয়েছে, ছেলেটি হাসপাতালে মারা গেছে।

তিনি জানান, ছেলেটি খুব ভালো ছিলো। আমার জানা মতে তাঁর কোনো মেয়ের সাথেও প্রেমঘটিত কোনো সমস্যা নেই। শুনেছি, গতরাত থেকে ছেলেটিকে নিয়ে তাঁর পরিবার হাসপাতালে ছুটাছুটি করেছে। হঠাৎ করে শিক্ষার্থীটা কেন মারা গেছে, তা জানা যায়নি।  

শিক্ষার্থীর বাবা রানা মিয়া বলেন, শুক্রবার বিকেলে আমি দোকানে ছিলাম। তখন বাসায় কেবল সুমন ছিল। তিনি বাড়ি ফিরে দেখেন সুমনের মুখ থেকে লালা বের হচ্ছে। ঘরে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে ছেলে অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রানা মিয়া আরও বলেন, ‘কী কারণে সুমন বিষপান করল, এ বিষয়ে আমরা কিছু জানতে পারি নাই।’

শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম জানান, ঘটনা শুনেছি। এখনও কোনো অভিযোগ পাইনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫