কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ছিটমহলে প্রথমবারের মতো বারী ১২ জাতের বেগুন চাষে সফলতা অর্জন করেছে কৃষক সালমান শাহ্। আকারে বড় হওয়ায় বেগুন দেখতে ক্ষেতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
দূর থেকে গাছ ও ফুল দেখতে অন্যান্য বেগুনের মত হলেও কাছে গিয়ে দেখলে মনে হয় এক একটি গাছে যেন ছোট ছোট লাউ ধরেছে, এমনই একটি জাতের বেগুন চাষ করে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি করেছেন সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার বটতলা এলাকার কৃষক সালমান শাহ। তার প্রতিটি বেগুনের ওজন ৮০০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত।
সালমান শাহের বেগুন দেখে অনেকেই এ জাতের বেগুন চাষে আগ্রহী হচ্ছেন।
উপজেলা কৃষি অফিস বলছেন বীজ সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলার ৫টি ইউনিয়নে প্রথমবারের মতো প্রদর্শনীর মাধ্যমে বারী ১২ জাতের বেগুন চাষ করা হচ্ছে। প্রতিমণ বেগুন ১২০০-১৫০০ টাকায় বিক্রি করছেন বলে জানিয়েছেন কৃষক সালমান শাহ্।
বেগুন খেত দেখতে আসা ধনী ও মিলন বেগম জানান; জীবনে অনেক বেগুন দেখেছি, লাউয়ের মত এত বড় বেগুন এই প্রথম দেখলাম।
কৃষক সালমান শাহ্ জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিয়াজুল ইসলাম আমাকে এ জাতের বেগুন চাষে উদ্বুদ্ধ করেছে। তিনি আমাকে বিনামূল্যে বীজ দিয়েছেন এবং প্রতিনিয়ত তিনি আমার বেগুন ক্ষেতের জন্য পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমার এই বেগুন ক্ষেত দেখতে বিভিন্ন জায়গা থেকে কৃষক ও দর্শনার্থীরা আসছেন। তারাও এ জাতের বেগুন চাষ করবেন বলে আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন।
উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন জানান, বীজ সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলার ৫টি ইউনিয়নে প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের এ জাতের বেগুন চাষে আগ্রহী করা হচ্ছে। এ জাতের বেগুন চাষ করলে কৃষকরা অল্প জমিতে অনেক লাভ করতে পারবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available