হাবিপ্রবি প্রতিনিধি: ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যদিও আগে থেকেই শীতের আমেজ ছিলো ক্যাম্পাসে। তবে ঘন কুয়াশা ডিসেম্বরের আগে তেমন পরিলক্ষিত হয়নি ।
৩ ডিসেম্বর রোববার সকালে ক্যাম্পাসের মূল ফটক, একাডেমিক ভবন, আবাসিক হল, প্রশাসনিক ভবন, টিএসসি, হাবিপ্রবি স্কুল মাঠ ও মহাবলিপুর এলাকা ঘুরে এমন চিত্রই চোখে পড়েছে।
তবে ঠান্ডার মধ্যেও থেমে নেই শিক্ষার্থীদের চলাচল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ভিড় দেখা যায় । অনিচ্ছা থাকা সত্ত্বেও এ সময়টায় সাতসকালে অনেককে যেতে হয়েছে ক্লাসে ।
ক্লাস করতে আসা শিক্ষার্থীরা বলেন, অন্যান্য দিন কুয়াশা কম ছিল, ঠান্ডা একটু কম অনুভূত হয়েছে। আজ ঠান্ডা বেশি। শীতের সকালে সবচেয়ে কষ্টদায়ক হলো ঘুম থেকে ওঠা, তবুও ক্লাসের জন্য ঘুম ছেড়ে ক্লাসে চলে এসেছি ।
পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইস্তিয়াক আহমেদ জিসান বলেন, ঘুম উঠেই দেখি কুয়াশা। তাই শীতের প্রথম কুয়াশা উপভোগ করার জন্য ক্যাম্পাসে হাঁটতে বের হই । শীত মানেই দারুণ কিছু মুহূর্ত। আর শীত এবং কুয়াশার সমন্বয়ে আমার ক্যাম্পাসই সেরা ।
ক্যাম্পাসসংলগ্ন দিনাজপুর-রংপুর মহাসড়কে ট্রাক এবং বাস হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। তবে তাতেও খুব বেশি দূরের কোনো কিছু দেখার সুযোগ পাচ্ছেন না চালকরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available