হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে মানুষের জীবনমান উন্নয়নে দিনব্যাপী পল্লী উন্নয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পল্লী জীবিকায়ন প্রকল্প তৃতীয় পর্যায়ের আওতায় পণ্য ভিত্তিক জীবিকায়ন পল্লী গঠনের লক্ষ্যে বিআরডিবি’র উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
২ ডিসেম্বর শনিবার সকালে শহরের শিল্পকলা একাডেমীতে এ কর্মশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরডিবি মহাপরিচালক (গ্রেট-১) আব্দুল গাফ্ফার খান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ্র, বিআরবিডির প্রকল্প পরিচালক (পজীপ) ৩য় পর্যায় আলাউদ্দিন সরকার।
বিআরবিডির প্রকল্প পরিচালক (পরিকল্পনা) সরদার মো. কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) পজীপ ৩য় পর্যায় মো. মাহবুবুর রশীদ তালুকদার, উপ-প্রকল্প পরিচালক (অর্থ) গোপাল চন্দ্র সাহা, হবিগঞ্জ বিআরডিবির উপ-পরিচালক মোহাম্মদ হুমায়ূন কবীর।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী প্রকল্প পরিচালক পজীপ-৩য় পর্যায় আজহারুল ইসলাম খান, মো. বাবুল হোসেন, মো. মাজহারুল আলম, ইউপি চেয়ারম্যান এমএ মোত্তালিব, ইউপি চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ, ইউপি চেয়ারম্যান রানা, গোপাল চক্রবর্তী, সামছুনাহার, মো. অছিউজ্জামান, কেএম আব্দুস সাহেদ, মো. আবুল ফয়সাল চৌধুরী।
উল্লেখ্য, কর্মশালায় ১১০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী মাওলানা মাসুম বিল্লাহ। গীতা পাঠ করেন দ্বীপক চৌধুরী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available