• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৬:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৬:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে দিনব্যাপী বিজ্ঞান মেলা ‘উদ্ভাবনের আনন্দ’ অনুষ্ঠিত

৩ ডিসেম্বর ২০২৩ দুপুর ০২:০১:৩২

সৈয়দপুরে দিনব্যাপী বিজ্ঞান মেলা  ‘উদ্ভাবনের আনন্দ’ অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী বিজ্ঞান মেলা ‘উদ্ভাবনের আনন্দ’ অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর শনিবার শহরের তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলাটির আয়োজন করে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন (আইএচএফ)।

মেলায় ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের ৩টি স্কুলসহ সৈয়দপুরের হোপ ইন্টারন্যাশনাল স্কুল, তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাবর্ডিনেট কলোনী প্রাইমারি স্কুল, আল-ফারুক একাডেমি ও সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ মোট ৮টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবন প্রজেক্টগুলো তুলে ধরে।

ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আদনান হোসাইনের সভাপতিত্বে বিজ্ঞান মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন।

এছাড়া ইটস হিউম্যানিটি ফাউন্ডেনের অন্যান্য কর্মকর্তা, সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে বিজ্ঞান মেলায় সেরা উদ্ভাবনের জন্য বিজয় সাবর্ডিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার্স আপ ইটস হিউম্যানিটি স্কুলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আদনান হোসাইন বলেন, বিজ্ঞান মেলায় আসা প্রতিটি শিক্ষার্থীদের মাঝে এভাবেই সৈয়দপুরসহ বাংলাদেশের প্রতিটি জেলায় শিক্ষার উন্নয়নের আমরা কাজ করে যাবো। শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় অসাধারণ সব উদ্ভাবনীয় প্রজেক্ট নিয়ে আসার পাশাপাশি সকলের সামনে সেগুলো উপস্থাপনা করার সুযোগ পেয়েছে।

এবারের বিজ্ঞান মেলায় সহযোগী পার্টনার হিসেবে যুক্ত ছিলেন কালারস এবং আল মাতরুসী। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫