• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৩৭:২৯ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৩৭:২৯ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত, ইউএনওসহ আহত ৩

৩ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:৩৩:৪১

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত, ইউএনওসহ আহত ৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আবু সাইদ নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইউএনওসহ আরও ৩ জন।

২ ডিসেম্বর শনিবার গভীর রাতে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চাওয়াই নদী এলাকায় পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাইদ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী।  

আহতরা হলেন, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-আমিন ও সহকারী প্রোগ্রামার নবিউল করিম সরকার।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, তেঁতুলিয়ার ইউএনওসহ ৩ কর্মকর্তা একসাথে সরকারি গাড়িযোগে পঞ্চগড় জেলা সদরে যাওয়ার পথে চাওয়াই নদীর পাশে গাড়িটি মোড় নিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে। এতে ঘটনাস্থলেই প্রকৌশলী আবু সাইদের মৃত্যু হয় এবং আহত হয় ইউএনওসহ ৩ জন। পরে আহতদের দ্রুত পঞ্চগড় সদর হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আল আমিনের অবস্থা আশংখ্যাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর সদর হাসপাতালে রেফার্ড করেন।

এ ঘটনায় পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে আসেন।

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ রায় বলেন, ফায়ার সার্ভিসের একটি দল ও সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে গাড়ি উদ্ধারের কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ড. ইউনূসকে যা বললেন নরেন্দ্র মোদি
৪ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫৯:২৫