নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ২ ডিসেম্বর শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার হাট চকগৌরি এলাকায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে ট্রাকটিতে আগুন দেয় তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে হাট চকগৌরি এলাকায় আমজাদ চেয়ারম্যানের চালকলের সামনে মালবিহীন ট্রাকটি দাঁড় করানো ছিলো। রাত সাড়ে ৯টার দিকে ওই ট্রাকের সামনের অংশে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বিষয়টি নজরে এলে তাৎক্ষণিক স্থানীয়রা এগিয়ে এসে বালু ও পানি দিয়ে আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ট্রাকটির ইঞ্জিনসহ সামনের বেশ কিছু অংশ পুড়ে যায়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, হাট চকগৌরি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেখে স্থানীয়রা প্রথমে ফায়ার সার্ভিসে খবর দিয়েছিলো। তবে ফায়ার সার্ভিসের টিম সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে এনেছে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কে বা কারা এর সঙ্গে জড়িত তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available