রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রাঙ্গুনিয়ার কৃতি সন্তান ড. নুরুল আজিম সিকদার সহযোগী অধ্যাপক থেকে পদোন্নতি পেয়ে অধ্যাপক হয়েছেন। তিনি চবির সমুদ্রবিজ্ঞান বিভাগে কর্মরত আছেন।
রোববার (৩ ডিসেম্বর) চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নুরুল আজিম সিকদার রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ি গ্রামের মরহুম আলহাজ্ব নজির আহমদ সিকদার ও জোহুরা বেগমের ছেলে।
জানা যায়, ২০০০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড অর্জন করেন নুরুল আজিম। ২০১৫ সালে মেরিন সাইন্স এ এমফিল শেষ করেন। তিনি ২০১৭ সালে চীনের ওশান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেল তাকে গবেষক হিসেবেও নিযুক্ত করে। ২০১৬ সালে ভারতের বিজ্ঞান ও গবেষণা ফেলোশিপ পান তিনি। ২০১১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সে প্রভাষক হিসেবে যোগদান করেন নুরুল আজিম।
ড. নুরুল আজিম সিকদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি পাওয়ায় রাঙ্গুনিয়ার বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছেন তাকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available