• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৯:১১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৯:১১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অতিথি পাখির কলকাকলীতে মুখরিত কসবার বিভিন্ন প্রান্তর

২১ জানুয়ারী ২০২৩ বিকাল ০৫:১৩:৪৮

অতিথি পাখির কলকাকলীতে মুখরিত কসবার বিভিন্ন প্রান্তর

মাজেদুল ইসলাম, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : প্রতি বছরে শীতের শুরুতেই সংস্কৃতির রাজধানীর নাম খ্যাত ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় আগমন ঘটে অতিথি পাখিদের। তাদের কলকাকলীতে মুখরিত হয়ে উঠে কসবা উপজেলার বিভিন্ন প্রান্তর। হাজার হাজার মাইল দূর থেকে এসব অতিথি পাখি খাদ্যের সন্ধানে এবং অতি শীত থেকে বাঁচার জন্য বাংলাদেশে আসে।

এবছরও শীতের শুরুতে কসবায় অতিথি পাখির আগমন ঘটলেও তা অন্যান্য বছরের তুলনায় কম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতিথি পাখি নিরাপদ নিবাস হিসেবে পরিচিত কসবায় অতিথি পাখির আগমন আগের চেয়ে কমে গেছে।

পাখি প্রেমিরা বলেছেন, কসবায় প্রতি বছরই কমে যাচ্ছে আগত অতিথি পাখির সংখ্যা। জলবায়ুর পরিবর্তনই এর মূল কারণ বলে মনে করেন পাখি প্রেমিরা।

এছাড়া ক্রমশ পাখির বিচরণ ক্ষেত্রের জায়গা দখল, জমি চাষ, মানুষের বিচরণ বেড়ে যাওয়া ও পাখি শিকারীদের কারণে অতিথি পাখি ক্রমশ কমে যাচ্ছে।

শিমরাইল গ্রামের নাজির আহমেদ জানান,  আগের চেয়ে এ এলাকা  অতিথি পাখির সংখ্যা কমে গেছে। এক শ্রেণির পাখি শিকারীর কারণেও অতিথি পাখি হুমকির মুখে। এ অবস্থায় অতিথি পাখির অবাধ নিবাস নিশ্চিত করতে স্থানীয় বাসিন্ধাদের সচেতনতা সৃষ্টি প্রয়োজন বলে মনে করেন তিনি।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাসুদুল আলম জানান বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য পাখির বিচরণক্ষেত্র রক্ষা করতে হবে। আমাদের দেশ ক্রমেই অতিথি পাখির জন্য ঝুঁকি পূর্ণ হয়ে উঠেছে। শুধু আইন দিয়েই পাখি শিকার বন্ধ করা যাবে না, এ জন্য প্রয়োজন সবার সচেতনতা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০