গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, গার্মেন্টস শ্রমিকদের বাড়ী ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ীওয়ালাদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে।
সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাড়ীর মালিকদের উপস্থিতিতে বৈরাগীচালা জামে মসজিদ প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর কমিশনার মোহাম্মদ সারওয়ার আলম। সভাপতিত্ব করেন শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আনিসুর রহমান। স্থানীয়দের পক্ষে বক্তব্য রাখেন আবুল খায়ের বিএসসি, শিউলী বেগম ও মান্নান সিকদার।
প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাইনুদ্দিন ইসলাম, সহকারী পুলিশ সুপার মুন্সী মোহাম্মদ আছাদুল্লাহ, ইনচার্জ আসম আব্দুন নুর।
সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব আনিসুর রহমান বলেন, পুলিশ আমাদের বন্ধু। শ্রমিকদের বাড়ী ভাড়া পৌরসভার বাড়ীর মালিকগণ বাড়াবেনা, সেজন্য পৌর করসহ হোল্ডিং ট্যাক্স পৌর সভার পক্ষ থেকে বাড়ানো হবেনা।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন খান, শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান খোকা, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান খান, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম ভূইয়া, পৌর যুবলীগের ক্রিড়া সম্পাদক সাইদুর রহমান শেখসহ আরও অনেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available