আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িসহ আটক করেছেন আমতলী থানা পুলিশ।
জানা যায়, রোববার রাত ১ টার দিকে কুয়াকাটা-ঢাকাগামী মহা সড়কের মহিসকাটা বাজার এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বরিশালগামী মাছ বোঝাই একটি পিকাপের পথরোধ করে ড্রাইভার ও হেলপারকে মারধর করে। পরে ৪ ডাকাত তাদের কাছে থাকা নগদ টাকা ও মোকাইল ফোন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় পিকাপের ড্রাইভার নাসির বাদী হয়ে সোমবার আমতলী থানায় অজ্ঞাত ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
আমতলী থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার উপজেলার চাওড়া ইউনিয়নের তালুকদার বাজার এলাকায় অভিযান চালিয়। অভিযানে ডাকাতির সরঞ্জামসহ ডাকাত দলের সদস্য মো. ওলি উল্লাহ ও মো. বাপ্পী মীরকে দেশীয় অস্ত্র ও ব্যবহৃত গাড়িসহ আটক করে ।
মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিং এ তথ্য জানান, আমতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম রুহুল আমিন।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখোয়াত হোসেন তপু বলেন এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা আমরা খতিয়ে দেখছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available