• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ সকাল ০৯:০৫:১৪ (19-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ সকাল ০৯:০৫:১৪ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবীনগরে দয়াল বাবা গনি শাহ’র ওরস উপলক্ষে বসেছে মদ-গাঁজার হাট!

২১ জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:৪৬:১০

নবীনগরে দয়াল বাবা গনি শাহ’র ওরস উপলক্ষে বসেছে মদ-গাঁজার হাট!

নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি দয়াল বাবা গনি শাহ (রঃ)-এর তিন দিনব্যাপী পবিত্র বার্ষিক ওরস ও মেলাকে কেন্দ্র করে মাজারের দক্ষিণ ও পূর্ব দিকে বসেছে মদ-গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন ও বিক্রির আসর। এক শ্রেণির মাদকসেবী ও কথিত মাজারভক্তরা প্রকাশ্যে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করছে।

২১ জানুয়ারি শনিবার ওরসের দ্বিতীয় রাতে সরজমিনে মেলা এলাকা ঘুরে দেখা গেছে, লাখো মানুষের ভিড়। এক কিলোমিটার এলাকাজুড়ে চলছে মেলার নানা কার্যক্রম। বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। মাজার এলাকায় আশেকান-ভক্তের উপচে পড়া ভিড়।

এদিকে মাজারটির দক্ষিণ ও পূর্ব দিকে কবরস্থানসংলগ্ন এলাকায় গাঁজা-মদ সেবন ও বিক্রির জমজমাট আসর চলছে। পুলিশ ও প্রশাসনের নজরদারি সত্ত্বেও সেখানে প্রকাশ্যে গাঁজাসহ বিভিন্ন মাদকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। আর এসব আসরে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ উঠতি বয়সের যুবকদেরকেও দেখা যায় গাঁজা সেবন করতে। অনেক মাদক ব্যবসায়ী সাধু-সন্ন্যাসী সেজে মাদক বিক্রি ও সেবন করছে। পাশাপাশি অসামাজিক কার্যকলাপও চলছে বিরামহীনভাবে।

মাজার পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক ইলিয়াস মাদকের কথা স্বীকার করে বলেন, আমাদের মাজার এরিয়ার ভিতরে গাঁজা সেবন সম্পূর্ণ নিষেধ। মাজারের দক্ষিণ ও পূর্ব দিকে কিছু আসর আমাদের নজরে এসেছে, যা আমি ইতোমধ্যে প্রশাসনকে অবহিত করেছি।

এ ব্যাপারে জানতে চাইলে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। খবরটি জানলাম, বিষয়টি আমি দেখছি। 
কোনোভাবেই যেন সেখানে মাদক বিক্রি ও সেবন না করা হয়, সেজন্য পুলিশ নিয়মিত টহল রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজ থেকে শুরু ভারতের লোকসভা নির্বাচন
১৯ এপ্রিল ২০২৪ সকাল ০৭:৪০:৩১