রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ক্ষুদ্র ও প্রান্তিক ৭৫৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড এবং উফশি বীজ ও সার বিতরণ করা হয়েছে।
৫ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব প্রণোদনা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানীর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার প্রমুখ।
এসময় ৩৩০০ জন কৃষককে ২ কেজি করে বোরো হাইব্রিড বীজ এবং ৪২৫০ জন কৃষককে ৫ কেজি করে বোরো উফশি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available