• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৫:৫২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৫:৫২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

রাঙ্গুনিয়ায় ৬০ বছরের দুঃখ ঘুচল স্বেচ্ছাশ্রমে নির্মিত রাস্তায়

৬ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:১১:৫৬

রাঙ্গুনিয়ায় ৬০ বছরের দুঃখ ঘুচল স্বেচ্ছাশ্রমে নির্মিত রাস্তায়

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড ইছাখালী দাশপাড়া গ্রামে বসবাস করে প্রায় সাড়ে ৪শ’ পরিবার। এই গ্রামের মৃত মানুষের সৎকারের জন্য কর্ণফুলীর শাখা খালের পাড়ে রয়েছে একমাত্র শ্মশান। তবে সেখানে মৃতদের সৎকারের জন্য যাতায়াতের জন্য কোনো সড়ক ছিলো না।

তাই শ্মশানে যাওয়া-আসার জন্য নৌকাই ছিল একমাত্র ভরসা। ১৯৬২ থেকে মরদেহ সৎকারে এই গ্রামের মানুষদের শ্মশানে যেতে হতো চরম কষ্টে। দীর্ঘ ৬০ বছরের শ্মশানে যাওয়ার একটি রাস্তার জন্য অনেক জায়গায় ধর্ণা দিয়েও কোনো কাজ হচ্ছিলো না। অবশেষে শ্মশানে যাওয়ার জন্য সড়ক তৈরির জন্য স্থানীয়রা নিজ উদ্যোগেই বছর খানেক আগে ইছাখালী দাশপাড়া জাগ্রত জননী মহাশ্মশান উন্নয়ন কমিটি নামে ২৮ সদস্যের একটি কমিটি গঠন করেন। যার প্রধান উপদেষ্টা করা হয় ইছাখালী ওয়ার্ডের পৌর কাউন্সিলর জসিম উদ্দিন শাহকে। তার উদ্যোগেই উক্ত কমিটির মাধ্যমে স্বেচ্ছাশ্রমে শ্মশানে যাওয়ার জন্য সড়ক নির্মাণ করা হয়েছে। এতে এলাকাবাসীর দীর্ঘ ৬০ বছরের দুঃখ ঘুচেছে স্বেচ্ছাশ্রমে নির্মিত এই সড়কের মাধ্যমে।

সংগঠনের উপদেষ্টা সুভাষ দাশ জানান, ৫ ডিসেম্বর মঙ্গলবার সকালে এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ এই কাজে অংশ নিয়েছেন। এতে নেতৃত্ব দিয়েছেন পৌর কাউন্সিলর জসিম উদ্দিন শাহ৷ সড়ক নির্মাণে স্থানীয়দের উদ্বুদ্ধ করতে এদিন খাবারের আয়োজন করা হয়। দীর্ঘক্ষণ কাজ করে ঝোপঝাড় পরিষ্কার করে উঁচুনিচু টিলা সমান করে সড়কটি করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জন দাশ ও যুগ্ম-সম্পাদক উজ্জ্বল দাশ জানান, প্রায় সারাদিন পরিশ্রম করে এলাকার বাসিন্দারা দেড় কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি শ্মশানে যাওয়ার উপযুক্ত করা হয়।

শ্মশানে মরদেহ রাখার জন্য একটি শেডসহ সড়কটি যেনো স্থায়ীভাবে সংস্কার করা হয় সেজন্য তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি ও পৌর মেয়র মো. শাহজাহান সিকদারের দৃষ্টি আকর্ষণ করেন।  

এই ব্যাপারে স্থানীয় পৌর কাউন্সিলর জসিম উদ্দিন শাহ বলেন, তথ্যমন্ত্রী ও মেয়র মহোদয়ের নির্দেশে এলাকার বাসিন্দাদের নিয়ে প্রায় সারাদিন পরিশ্রম করে শ্মশানে যাওয়ার সড়কটি নির্মাণ করেছি। এটি স্থায়ীভাবে করার জন্য এলাকার মানুষ দাবি দিয়েছেন। আমি তথ্যমন্ত্রী ও পৌর মেয়র মহোদয়ের সাথে কথা বলে সড়কটি যেনো স্থায়ীভাবে সংস্কার করা যায়, সেই ব্যবস্থা নেবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫