কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে গেঞ্জিমহলের ব্যবসায়ী ও বাজারের সাংগঠনিক সম্পাদক ঈসমাইনুল হক ভূঁইয়া মাসুমের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা, দোকান ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল করেছে বাজারের সকল ব্যবসায়িরা।
৬ ডিসেম্বর বুধবার সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গেঞ্জিমহলে এসে এক প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
এ সময় আহত ব্যবসায়ী ইসমাইনুল হক মাসুম বলেন, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে একদল সন্ত্রাসী এসে তার ব্যবসায় প্রতিষ্ঠানে অতর্কিত হামলা করে ভাঙচুর, লুটপাট ও তাকে মারধর করে।
এ সময় তিনি দাবি করেন, সোহাগ আকন্দের ছেলে ফাহিম আকন্দের নেতৃত্বে একদল কথিত ‘দা বাহিনী’ তার দোকানে এসে আক্রমণ করেছে।
বিক্ষোভ মিছিলে ব্যবসায়িরা বলেন, কিছুদিন পরপর বিভিন্ন সন্ত্রাসীরা চাঁদার দাবিতে ব্যবসায়িদের উপর আক্রমণ করে। সন্ত্রাসীদের ভয়ে কেউ মুখ ফুটে প্রতিবাদ করতে পারে না। এ নিয়ে ব্যবসায়িরা সবসময় আতঙ্কে থাকেন। স্থানীয় একদল সন্ত্রাসী বাহিনী রয়েছে, যারা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বিভিন্ন সময়ে ব্যবসায়িদের কাছ থেকে চাঁদা দাবি করে। চাহিদামতো চাঁদা না পেলেই দলবল নিয়ে দোকানদারদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে মারধর ও ভাঙচুর করে সন্ত্রাসীরা।
কথিত দা বাহিনীর অত্যাচারে ব্যবসায়িরা শান্তি মতো ব্যবসা করতে পারেন না বলেও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে কটিয়াদী থানার ওসি এসএম শাহাদাত হোসেন বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available