রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপাল উপজেলার বোরো ধান আবাদকারী ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
৬ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে কৃষি অফিস চত্বরে এ সার-বীজ বিতরণ করা হয়।
রামপাল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নের ২ হাজার কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।
গৌরম্ভা ইউনিয়নের ৩৪০ জনকে, উজলকুড় ইউনিয়নের ৬০০ জনকে, বাইনতলা ইউনিয়নের ৩৫০ জনকে, রামপাল সদর ইউনিয়নের ৩৮০ জনকে, রাজনগর ইউনিয়নের ১০০ জনকে, হুড়কা ইউনিয়নের ১০ জনকে, পেড়িখালী ইউনিয়নের ১০ জনকে, ভোজপাতিয়া ইউনিয়নের ১০ জনকে, মল্লিকেরবেড় ইউনিয়নের ১৫০ জনকে ও বাঁশতলী ইউনিয়নের ৫০ জনকে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ প্রদান করা হয়েছে।
সার-বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান মো. নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলিসহ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকগণ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available