কুমিল্লা প্রতিনিধি: প্রবাসী বাবাকে বিমানবন্দর থেকে আনতে যেয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে পুত্র। বাবা ও পরিবারের আরও ৭ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
নিহত যুবকের নাম মো. সাইফুল ইসলাম সাকিব (১৯)। সে দেবীদ্বার উপজেলার গৌরসার গ্রামের গেদু সরকার বাড়ির সৌদী প্রবাসী মো. শহীদুল ইসলাম সরকারের ছেলে। নিহত সাকিব চলতি বছর এলাহাবাদ আদর্শ কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছিলেন।
স্বজনরা জানার, মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মাইক্রেবাসযেগে সৌদী প্রবাসী বাবাকে নিয়ে বাড়ি ফেরার পথে ডেমরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিটি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হন সাকিব।
আহত হয় তার বাবা প্রবাসী মো. শহীদুল ইসলাম(৪৫), ভাই মো. সাকিম (১০), খালু মো. মামুনুর রশিদ(৩০), ফুফাতো ভাই নাজমুল (২৪), হাসান (২৬), এবং মাইক্রোবাস চালক আল আমিন সোহাগ (৩২)। তাদের ৮ জনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুমূর্ষাবস্থায় সাইফুল ইসলাম সাকিব, মাইক্রো চালক আল আমিন সোহাগ ও প্রবাসী মো. শহীদুল ইসলামকে আইসিইউতে রাখা হয়। বুধবার সন্ধ্যা ৫টার দিকে সাইফুল ইসলাম সাকিব মারা যান।
সাকিবের মামা দেবীদ্বার ফারিয়ার সাধারণ সম্পাদক আবুল বাশার জানান, তার ভগ্নিপতি মো. শহীদুল ইসলাম প্রায় ১৮-১৯ বছর সৌদী আরবে ছিলেন। মঙ্গলবার বিকেলে দেশে আসার পথে সড়ক দুঘটনায় মাইক্রোবাসে থাকা চালকসহ ৮ জনইৎ আহত হন।
আহতদের মধ্যে তার বড় ভাগ্নে সাইফুল ইসলাম সাকিব বুধবার সন্ধ্যায় মারা যায়। আহতদের মধ্যে ভগ্নিপতি শহীদুল ও চালক আল আমিনের অবস্থা আশংকাজনক। অন্যরা আশংকামুক্ত অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন আছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available