বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বিদেশি মদসহ সিরাজগঞ্জ জেলা যুব মহিলা লীগ নেত্রীর ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. শফিউল আজম খান নিশ্চিত করে জানান, ৪ ডিসেম্বর সোমবার দিবাগত রাতে একটি প্রাইভেটকার যোগে বিদেশি মদ নিয়ে যাওয়ার সময় তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। ৫ ডিসেম্বর মঙ্গলবার বিকালে মাদক ব্যবসায়ীদের নাটোর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পৌর সদরের প্রফেসর পাড়ার ইয়াকুব আলী মাস্টার ও সিরাজগঞ্জ জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি মনোয়ারা খাতুন শিল্পী দম্পতির ছেলে শেখ সাদী স্বরণ (২৮), তাড়াশ পৌর সদরের আফসার আলীর ছেলে আসলাম হোসেন (২৪) ও মোসলেম উদ্দিনের ছেলে রহমত আলী (২৪)।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এস.আই) খলিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম থানার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রয়নাভরট নামক এলাকায় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে তিনজনকে বিদেশি মদসহ গ্রেফতার করা হয়। পরে রাতে তাদের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available