• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৮:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৮:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

৭ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:২০:৩৪

রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

ফাইল ছবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় আশা বেগম (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। ৬ ডিসেম্বর বুধবার ভোররাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার বিকালে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বুইজ্জার দোকান সড়কে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। নিহত আশা বেগম বুইজ্জার দোকান সিকদার পাড়া এলাকার মোহাম্মদ ইউনুসের স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিস আজগর জানান, ঘটনাস্থলে সড়কের পাশে তাদের বসতঘর। তিনি প্রায়শই সড়কের পাশে সাংসারিক বিভিন্ন কাজ করে থাকেন। ঘটনার দিনেও তিনি সড়কে জ্বালানি কাঠ শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। এসময় উক্ত স্থানে অন্য একটি মোটরসাইকেল দাঁড়ানো ছিলো। অন্যদিকে চন্দ্রঘোনা জিয়ামার্কেট এলাকার দিক থেকে মোটরসাইকেল চালিয়ে আসছিলো এক যুবক। ঘটনাস্থলে আশা বেগম সড়ক পেরিয়ে অন্য প্রান্তে যাওয়ার সময় মোটরসাইকেলটির সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলের উপর পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

তাকে উদ্ধার করে প্রথম স্থানীয় একটি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের আবেদনের ভিত্তিতে বিনাময়না তদন্তে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একইদিন বুধবার বিকাল সাড়ে চারটার দিকে নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার বৃদ্ধার দাফন সম্পন্ন করা হয়। নিহত আশা বেগমের সংসারে চার কন্যা এবং অসুস্থ স্বামী রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫