নাছির উদ্দীন রাজ, টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজার টেকনাফে র্যাব-১৫-এর সদস্যরা অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ৩ মাদক কারবারিকে আটক করার পাশাপাশি পাচার কাজে জড়িত থাকা একটি সিএনজিকে জব্দ করেছে তারা।
২১ জানুয়ারি শনিবার বিকালে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- সাবরাং আসারবুনিয়ার ৫নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ আজিজুর রহমানের ছেলে মোঃ আব্দুল্লাহ (২০), লেজির পাড়ার সলিমুল্লাহর ছেলে মোঃ আব্দুল্লাহ (২৪) ও সদর ইউপির মিঠা পানির ছড়ার শফিক আহম্মদের ছেলে মোঃ ইউনুছ (৩২)।
কক্সবাজার র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্প কমান্ডার লেঃ কমান্ডার মাহবুবর রহমান চৌধুরী জানান, টেকনাফের উত্তর বড়ইতলী বায়তুর রহমান জামে মসজিদের পশ্চিম পার্শ্বে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে সিএনজিটি চেকপোস্টের সামনে আসলে র্যাব সদস্যগণ সিএনজিটি থামানোর সংকেত দিলে কতিপয় ব্যক্তি সিএনজি ফেলে পালানোর চেষ্টাকালে সিএনজি ড্রাইভারসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়।
পরে আটককৃত ব্যক্তিদের দেহ ও সিএনজি তল্লাশী করে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সিএনজিটি জব্দ করে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available