তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে গাঁজা সেবনের উদ্দেশ্য নিয়ে আসার পথে পুলিশের হাতে আটক হয় রাসেল হাওলাদার (২৩) নামের এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
৬ ডিসেম্বর বুধবার বেলা ১২টার দিকে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত।
দণ্ডপ্রাপ্ত রাসেল উপজেলার ছোট ভাইজোড়া এলাকার মন্টু হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত বলেন, গাঁজা বহন করায় রাসেলকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, রাসেল সেবনের উদ্দেশ্য গাঁজা নিয়ে যাচ্ছিল। এ সময় উপজেলা শহরের বটতলা বাসস্ট্যান্ডে দায়িত্বে থাকা পুলিশের একটি টিম তাকে তল্লাশি করে ১ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামি এর আগেও মাদক নিয়ে ধরা খেয়ে ছিলো বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available