নাটোর প্রতিনিধি: নাটোরে অস্ত্র ও মাদকসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ৬ ডিসেম্বর বুধবার দুপুরে শহরের পটুয়াপাড়া এলাকায় মৎস্য ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো, শহরের পটুয়াপাড়া এলাকার সুলতান খানের ছেলে রিয়াজুল ইসলাম অন্তু ও দিঘাপতিয়া পশ্চিম হাগুরিয়া গ্রামের নিরঞ্জন সরকারের ছেলে প্রতিক কুমার সরকার।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মোহম্মদ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পটুয়াপাড়া মৎস্য ভবন এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ সময় সেখানে মোটরসাইকেলে দাঁড়িয়ে থাকা দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের দেহ তল্লাশী করা হয়। তল্লাশীকালে অন্তুর কোমড় থেকে গুলি ভর্তি ১টি রিভলবার, ১টি চাইনিজ কুড়াল ও ২০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক সরবরাহ কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, অস্ত্র ও মাদক বিক্রয়ের জন্য তারা এগুলো তাদের হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available